• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আরও ৩


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৫, ২০২২, ১০:০৫ এএম
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শরীয়তপুর ও কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৫ মে) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে একজন হত্যাকাণ্ডে জড়িত এবং অন্য দুজন সংঘর্ষের সূত্রপাতকারী।

এর আগে গত ২৮ এপ্রিল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, নাহিদ হত্যার ঘটনায় ঢাকা কলেজের হিসাববিজ্ঞানের ছাত্র আব্দুল কাইয়ূম ও পলাশ, সমাজবিজ্ঞানের ছাত্র ইরফান, বাংলা বিভাগের ছাত্র ফয়সাল ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এরা নাহিদ হত্যায় প্রত্যক্ষভাবে অংশ নেন বলে ডিবি প্রধান জানান।

এর আগে গত ২৭ এপ্রিল ডিবির পৃথক অভিযানে দুজন গ্রেপ্তার হয়। তারা হলেন ইমন ও কাইয়ুম। তাদের মধ্যে ইমনকে ঢাকা কলেজ থেকে এবং কাইয়ুমকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করা হয়।

Link copied!