• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

না ফেরার দেশে কাওসার আহমেদ চৌধুরী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৮:২২ এএম
না ফেরার দেশে কাওসার আহমেদ চৌধুরী

চলে গেলেন গীতিকার কাওসার আহমেদ চৌধুরী (৭৭)। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

কাওসার আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পরিবারের ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু।

বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কাওসার আহমেদ চৌধুরী। এর মধ্যে করোনায়ও আক্রান্ত হন তিনি। এক সপ্তাহ আগে সংকটাপন্ন হওয়ায় আইসিইউতেও নেওয়া হয়েছিল।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কাওসার আহমেদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। 

‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘এই রুপালি গিটার ফেলে’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’-এর মতো বহু কালজয়ী গানের রচয়িতা কাওসার আহমেদ চৌধুরী। 

১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর সিলেটে কাওসার আহমেদ চৌধুরীর জন্ম। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। কাওসার আহমেদ চৌধুরী একজন জ্যোতিষী হিসেবেও জনপ্রিয় ছিলেন। 

Link copied!