নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সামঞ্জস্য রেখে এলাকার উন্নয়নকাজ পরিচালনার করতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকদের (ডিসি) বার্ষিক সম্মেলনের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন শুরু হয়। করোনা মহামারির কারণে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এই সম্মেলনের উদ্বোধন করেন। তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে।
জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সামঞ্জস্য রেখে জেলা প্রশাসকরা এলাকার উন্নয়নকাজ পরিচালনা করুন। এতে দ্রুত উন্নয়ন হবে।
আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উপনীত হতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী সরকার দেশে অনেক উন্নতি করেছে। টানা ক্ষমতায় থাকায় আওয়ামী লীগ সরকারে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উপনীত করতে সক্ষম হয়েছে।
দেশে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশজুড়ে ওমিক্রন সংক্রমণ বাড়ছে। ওমিক্রন সংক্রমণ হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে।