দেশে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। ২৪ ঘণ্টায় আরও ২২ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। এই নিয়ে সারা দেশে ওমিক্রন শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫।
সোমবার (১৭ জানুয়ারি) ওমিক্রনে আক্রান্তের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)।
জিআইএসএআইডি তথ্য অনুযায়ী, ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের মধ্যে ১২ জন পুরুষ ও নারী ১০ জন। এদের মধ্যে ২ জনের বয়স ১৪ ও ১৫ বছর। নতুন শনাক্তের মধ্যে বেশি রয়েছে রাজধানীতে। শনাক্তের ১২ জনই রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ছাড়া উত্তরার ৪ জন, বাসাবোর ২ জন এবং চাঁনখারপুল এলাকার বাসিন্দা রয়েছেন ৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রথম গত ১১ ডিসেম্বর দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা সুস্থ হয়ে ওঠেন।
এরপর ৩১ ডিসেম্বর তিন জনের দেহে, ৬ জানুয়ারি ১০ জন, ৮ জানুয়ারি একজনের, ১০ জানুয়ারি ৯ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। পরে ১২ জানুয়ারি ৩ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। সব মিলিয়ে সারা দেশে এখন ৫৫ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।