• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

দেশে ভোটাধিকার প্রয়োগ বড় চ্যালেঞ্জ: সিইসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২০, ২০২২, ১১:৫৯ এএম
দেশে ভোটাধিকার প্রয়োগ বড় চ্যালেঞ্জ: সিইসি

দেশে ভোটাধিকার প্রয়োগ বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, “দেশে ভোটাধিকার প্রয়োগ বড় চ্যালেঞ্জ। ভোটের সহিংসতার চর্চা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে।”

শুক্রবার (২০ মে) সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে সিইসি এই কথা বলেন।

সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার এ কার্যক্রম চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, খুলনা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

এছাড়া বিকেল সাড়ে ৩টায় নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা সিরাজগঞ্জ জেলা প্রশাসক সম্মেলনকক্ষে ভোটার তালিকার উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন।

এদিকে সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ  কার্যক্রমের  উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

নির্বাচন কমিশন জানায়, মোট তিন ধাপে ভোটার হালনাগাদ কার্যক্রম চলবে। প্রথম দফায় ৯ জুলাই পর্যন্ত দেশের ১৪০ উপজেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

Link copied!