• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

দেশে ফিরলেন হাজী সেলিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৫, ২০২২, ০১:৪৭ পিএম
দেশে ফিরলেন হাজী সেলিম

আলোচনা-সমালোচনার মধ্যেই দেশে ফিরলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (৫ মে) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল।

মহিউদ্দিন মাহমুদ বলেন, “বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় ফিরেছেন স্যার। চিকিৎসকের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত ৩০ এপ্রিল ব্যাংককে গিয়েছিলেন তিনি। সেখানে ফলোআপ চেকআপ করা হয়েছে। এখন তার অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো।”

বিমানবন্দর সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে হাজী সেলিম দেশে ফিরেছেন। এ সময় বিমানবন্দরে ছিলেন তার ব্যক্তিগত গাড়িচালক ও মদীনা গ্রুপের কর্মচারীরা।

গত রোববার তার বড় ছেলে সোলাইমান সেলিম একটি টেলিভিশন চ্যানেলের প্রশ্নের জবাবে স্বীকার করেন তার বাবা দেশের বাইরে গিয়েছেন। তবে কোন বিমানবন্দর দিয়ে তিনি দেশ ছাড়েন, তা নিশ্চিত হওয়া যায়নি।

Link copied!