বাংলাদেশে পৌঁছেছে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা।
শনিবার (২৪ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে জাপান থেকে এই টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবরটি নিশ্চিত করেছেন। আরও ২৯ লাখের বেশি টিকা পাওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে টিকা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।
পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, ভবিষ্যতে করোনা টিকার আর কোনো সংকট হবে না। আগামী শুক্রবার (৩০ জুলাই) প্রায় পাঁচ লাখসহ মোট ৩০ লাখের বেশি টিকা জাপান সরকার দেবে।
জাপানের রাষ্ট্রদূত বলেন, আগামী ১ মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ টিকা জাপান থেকে বাংলাদেশে আসবে।
করোনা রোধে দেশে সর্বপ্রথম ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গত ২৭ জানুয়ারি প্রয়োগ করা শুরু হয়। প্রায় ৫৮ লাখের বেশি মানুষ প্রথম ডোজ এবং ৪৯ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন।