ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে পৌঁছেছেন।
বুধবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৮ মার্চ) রাত সোয়া ২টায় রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে তারা দেশের উদ্দেশে রওনা করেন।
এদিকে ২৮ নাবিক দেশে ফিরলেও জাহাজে হামলার ঘটনায় মারা যাওয়া থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে।
২ মার্চ অলভিয়া বন্দরে অবস্থানরত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ হামলা শিকার হয়। হামলায় মো. হাদিসুর রহমান নিহত হন। এরপর জীবিত ২৮ নাবিককে ৩ মার্চ ইউক্রেনের একটি বাংকারে নেওয়া হয়। পরে তাদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়।