• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১০:৪৫ এএম
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

মাঘ শেষ হয়ে এসেছে ফাল্গুন। প্রকৃতি থেকে বিদায় নিতে শুরু করেছে শীত। এর মধ্যে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বরিশাল, চট্টগ্রাম বিভাগসহ দেশের কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে নাজমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “আপাতত আমরা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা দেখছি।”

এ কে নাজমুল হক জানান, শনিবার রাতে বা রোববার এই বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর দেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে।

শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী দুই দিনে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Link copied!