• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

দেশের ইতিহাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:১৫ পিএম
দেশের ইতিহাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু 

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪৬ জনের।

এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল। বুধবার (৩০ জুন) মারা যান ১১৫ জন।  

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, এক দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ২১ হাজার ৫৫৯। একই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৪৬।

করোনা বেড়ে যাওয়ায় সোমবার (২৮ জুন) থেকে আবারও সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার।

শুক্রবার (২৫ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, “২৮ জুন থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ থাকবে। তা আরও বাড়াতে পারে। লকডাউন কঠোরভাবে মানার জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হবে।”

জরুরি সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে, তবে সাংবাদিকদের গাড়ি ও ইন্টারনেট সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যানবাহনও চলবে বলে জানান ফরহাদ হোসেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!