করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জনের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৫।
এর আগে ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এরপর ২ জুলাই ১৩২ এবং ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়েছিল।
শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, এক দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আট হাজার ৬৬১ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ৪৪ হাজার ৯১৭। একই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৫ হাজার ৬৫।
করোনা বেড়ে যাওয়ায় ২৮ জুন থেকে আবারও সারা দেশে সাতদিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার।
২৫ জুন রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, “২৮ জুন থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ থাকবে। তা আরও বাড়াতে পারে। লকডাউন কঠোরভাবে মানার জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হবে।”
জরুরি সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে, তবে সাংবাদিকদের গাড়ি ও ইন্টারনেট সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যানবাহনও চলবে বলে জানান ফরহাদ হোসেন।