• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ শিশুর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ১২:৩৬ পিএম
দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

রাজধানীর আদাবরে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ শিশু মিতুর (৮) মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, মিতুর শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। সে ভোরে মারা গেছে।

এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) আদাবরে সুনিবিড় হাউজিংয়ের একটি বাসা থেকে মিতু ও তার ভাই বাপ্পিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাপ্পির শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

এদিকে শ্যালক-শ্যালিকাকে ঘরে আটকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে তাদের দুলাভাই আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।

Link copied!