• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

দুপুর থেকে রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ১০:১৭ এএম
দুপুর থেকে রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না 

পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের কাজের জন্য আজ (২০ ডিসেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের অধীনে পাগলা ওয়াসা গেট চেইনেজে তিতাসের দুই ইঞ্চি গ্যাস পাইপের ভালভ প্রতিস্থাপন ও নবনির্মিত স্থানান্তরিত লাইনের কাজের জন্য রাজধানীর শ্যামপুর শিল্প এলাকা, শ্যামপুর, জুরাইন, মোহাম্মদবাগ দনিয়া, পোস্তগোলা সেনানিবাস ও ফরিদাবাদ এলাকায় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

Link copied!