• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ১০:৫৬ এএম
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজধানীর রূপনগর থানার বেড়িবাঁধ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৫ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বাদল (৪৫) ও রফিক (২২)। আহতরা হলেন ফয়সাল (১৯) ও সেলিম (২৬)। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপনগর বেড়িবাঁধ এলাকায় বালুবোঝাই ট্রাক ও কোকাকোলা কোম্পানির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবোঝাই ট্রাকের চালক ও শ্রমিক মারা যায়। 

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে দুর্ঘটনায় আহত ঢামেকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত দুজনের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে। 

Link copied!