• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দুই কারণে চালের দাম বেড়েছে: কৃষিমন্ত্রী 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৩:৩৬ পিএম
দুই কারণে চালের দাম বেড়েছে: কৃষিমন্ত্রী 

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, “বিশ্ববাজারে দাম বাড়ায় এবং দেশের মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চালের দাম বেড়েছে।”

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আব্দুর রাজ্জাক এ কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, “আবার চালের দাম বেড়েছে। এ বছর আমনের ফলন ভালো হওয়ার পরেও চালের দাম বাড়ছে। কেন দাম কমাতে পারছি না, এ কারণে আগামী দু-এক বছরের মধ্যে চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধির উদ্যোগ আমরা নিয়েছি।”

আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম বেড়েছে, আমাদের জনসংখ্যা বেড়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “আন্তর্জাতিক বাজারে গমের দাম বাড়াতে মানুষ চাল বেশি খাচ্ছে। এতে বাজারে প্রভাব পড়ছে।”

আব্দুর রাজ্জাক বলেন, “যারা একসময় একবার খেত তারা এখন দুইবার খেতে পাচ্ছেন। যারা দুইবার খেত তারা এখন তিনবার খেতে পারছেন। এ কারণে চাহিদাও বেড়েছে।”

মন্ত্রী বলেন, “আগামী বোরোতে, আমনে, আউশে কিভাবে উৎপাদন বাড়াতে পারি সেটি নিয়ে আমরা সভায় আলোচনা করছি। আমাদের লক্ষ্য আগামী আমন, আউশ ও বোরোতে উৎপাদনের পরিমাণ বাড়ানো। আমাদের বৈজ্ঞানিকরা ব্রি ৮৯, ৯২ উদ্ভাবন করেছেন। এগুলোর প্রচলিত জাতের চেয়ে উৎপাদনশীলতা অনেক বেশি। এগুলো আমরা মাঠে নিয়ে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব। কৃষকের কম দামে সার, বীজ দেবো। উচ্চ ফলনশীল এই জাতগুলো কৃষকের কাছে যাতে নিয়ে যেতে পারি সে ব্যাপারে আমরা একটা রোডম্যাপ করে আগাবো।”

Link copied!