• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
লঞ্চে আগুন 

চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শিশুর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৯:১৭ পিএম
চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শিশুর মৃত্যু
ফাইল ছবি

বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ তামিম হাসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

ডা. আইউব হোসেন বলেন, “লঞ্চে অগ্নিকাণ্ডে তানিম হাসান আইসিইউতে ভর্তি ছিলেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এতে তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ এবং শ্বাসনালি পুড়ে গিয়েছিল।” 

আইউব হোসেন আরও বলেন, “নিহত শিশুটির মা জেসমিন আক্তার ১২ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন। তিনি ২৭ সপ্তাহের একজন গর্ভবতী নারী।”

এর আগে বিদায়ী বছরের ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশু তামিমের মৃত্যুর মাধ্যমে ৪৭ জনের মৃত্যু হলো। আহত হয়েছেন ৭০ জনের বেশি।

Link copied!