• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিন রুটে ফ্লাইট চালুর ঘোষণা বিমানের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৯:২৫ পিএম
তিন রুটে ফ্লাইট চালুর ঘোষণা বিমানের

মহামারি করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর সৌদি আরবের মদিনা, কুয়েত ও নেপালের কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।

তাহেরা খন্দকার বলেন, “আগামী ৯ অক্টোবর ঢাকা-কাঠমান্ডু এবং ১০ অক্টোবর ঢাকা-মদিনা এবং ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট চালু হবে।”

বিমান জানায়, তিন রুটে ফ্লাইট চলাচলের ঘোষণা আসায় যাত্রীরা এখন থেকেই টিকিট কাটতে পারবেন। এ জন্য যাত্রীদের বিমানের সেলস সেন্টার ও কল সেন্টারে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় ২০২০ সালের মে থেকে কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল। কাছাকাছি সময়ে বন্ধ হয় কাঠমান্ডু ও মদিনা রুটের ফ্লাইট।
 

Link copied!