• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

তথ্যমন্ত্রীর আশা, বিএনপি অপরাজনীতি বন্ধ করবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ০৪:২২ পিএম
তথ্যমন্ত্রীর আশা, বিএনপি অপরাজনীতি বন্ধ করবে

বিএনপি অপরাজনীতি বন্ধ করবে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, “আমি দেখতে পেলাম বিএনপিসহ সব রাজনৈতিক দল ভারতবিরোধী রাজনীতি করে। তারা প্রেসক্লাব ও নয়াপল্টনের আঙিনা গরম করে। টেলিভিশনের পর্দা গরম করে ভারতবিরোধী বক্তব্য দিয়ে। তারা আবার গতকাল ভারতীয় হাইকমিশনে ইফতার করতে গেছে। আশা করি এই অপরাজনীতি তাদের বন্ধ হবে।”

প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় না রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেছেন।

হাছান মাহমুদ আরও বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতায় অবদান রেখেছে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার মাঝে দেশের উন্নতি নিহিত।”

তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি, তারা দেশে ভারতের বিরোধিতা করেছে, আবার ভারতে গিয়ে নতজানু নীতি অবলম্বন করেছে।”

বিএনপি নেত্রী ভারতীয় শাড়ি পরে ভারতবিরোধী কড়া বক্তব্য দেন, ভারত থেকে আসা গরুর মাংস খেয়ে ভারতবিরোধী গরম বক্তৃতা করেন বলে তিনি মন্তব্য করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, “আমরা মনে করি এ অঞ্চলের উন্নয়ন, ভারতীয় উপমহাদেশীয় উন্নয়ন, এ উপমহাদেশীয় দেশগুলোর মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য বৃদ্ধি করার মধ্যে নিহিত।”

Link copied!