• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ঢাবি এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৩:০০ পিএম
ঢাবি এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লা হলের সামনের রাস্তা থেকে মাসুদ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”

শাহরিয়ার আরও বলেন, “আশপাশের মানুষের সঙ্গে কথা বলে জানতে পারি তিনি ভবঘুরে ছিলেন। আমরা তার নাম জানতে পারলেও পূর্ণাঙ্গ ঠিকানা পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Link copied!