• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রসচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৬:৪৮ পিএম
ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রসচিব
ছবি: সংগৃহীত

দুই দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। 

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

টুইট বার্তায় মন্ত্রণালয় জানায়, সফর শেষে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা ছেড়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস তাকে বিমানবন্দরে বিদায় জানান। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) রকিবুল হক উপস্থিত ছিলেন।

এর আগে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রসচিব। বিমানবন্দরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানায়।

সফরের শুরুতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন শ্রিংলা। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঝুলে থাকা অমীমাংসিত বিষয়গুলো সমাধানে জোর দেয় দুই দেশ। 

একই সঙ্গে সামনের দিনে ঢাকা ও নয়া দিল্লি চলমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে উভয়পক্ষ। বৈঠকে কানেকটিভিটি, বাণিজ্য, নিরাপদ সীমান্ত নিশ্চিত করা ও কোভিড সহযোগিতাসহ গ্রিন এনার্জিতে একসঙ্গে কাজ করতে সম্মত হয় দুই দেশ।

পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রসচিব। সাক্ষাতে দিল্লির পক্ষ থেকে ঢাকাকে জানানো হয়, সীমান্তে হত্যা বন্ধে ভারত আরও বেশি সতর্ক হবে। আর এ বিষয়ে একটি ফর্মুলাও বের করেছে দেশটি। তিস্তা ইস্যুতে কূটনৈতিক জবাবে শ্রিংলা জানান, যত অমীমাংসিত সমস্যা আছে সবগুলোরই সমাধান হবে।

একই দিনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শ্রিংলা। সাক্ষাতে কাদের-শ্রিংলা যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। 

সবশেষ সফরসূচীতে বুধবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রসচিব।
 

Link copied!