• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টি হতে পারে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ১১:৪০ এএম
ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টি হতে পারে

ঢাকাসহ পাঁচ বিভাগে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা আছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহীনুল ইসলাম বলেন, “আজ দুপুরের মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। বিকেলের দিকে আবার আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে।”

শুক্রবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে উল্লেখ করেছেন ওই আবহাওয়াবিদ।

শাহীনুল ইসলাম আরও বলেন, “২০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সার্বিক তাপমাত্রা কম থাকতে পারে। এরপর সেটি বাড়তে থাকবে।”

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়াগয় আশিংক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Link copied!