• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি একজন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৫:০৪ পিএম
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি একজন
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচজন। এর মধ্যে রাজধানীতে তিন ও অন্যান্য বিভাগে দুইজন রোগী ভর্তি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) এম আই এস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে হাসপাতালে (১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত) সর্বমোট ভর্তি রয়েছে ১২৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১৮ জন।

এর আগে ২০২১ সালে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। এ সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।

Link copied!