বর্তমানে করোনার মহামারি চলমান। এর মধ্যেই দেশে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করছে।
গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) ১২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার হাসপাতালে ভর্তি হন ১০৫ জন ডেঙ্গু রোগী।
আজ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ১২০ জন এবং ঢাকার বাইরে তিনজন ভর্তি হয়েছেন। ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮০২।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছর ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে বলে।