• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ডেঙ্গুতে মৃত্যু ৪, আক্রান্ত ৩০৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৭:৫৮ পিএম
ডেঙ্গুতে মৃত্যু ৪, আক্রান্ত ৩০৬

দেশে গত এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছে ৩০৬ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য সহকারী মো. শরীফ এ তথ্য জানিয়ে বলেন, “গত ২৪ ঘণ্টায় আমাদের কাছে চারজন ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য এসেছে। আর জুলাই ও অগাস্ট মাসে মোট মৃত্যু হয়েছে ৩০ জনের।”

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৪ জুলাই প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর আসে। এরপর মঙ্গলবার নাগাদ এ রোগে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৭৩ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ৩৩ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়।

এর আগে মঙ্গলবার বছরের সর্বোচ্চ ৩২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!