• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডেঙ্গুতে আরও ৩৫ জন হাসপাতালে ভর্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৪:২৮ পিএম
ডেঙ্গুতে আরও ৩৫ জন হাসপাতালে ভর্তি
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮ জন ও ঢাকার বাইরে ১৭ জন ভর্তি হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১২৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬৭ জন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৬৩৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৭ হাজার ৯২৮ জন। এ পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০১ জনে।

Link copied!