• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ডেঙ্গুতে আরও ১১ জন হাসপাতালে ভর্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৭:৫৯ পিএম
ডেঙ্গুতে আরও ১১ জন হাসপাতালে ভর্তি
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১১ জন। এর মধ্যে ঢাকায় আটজন এবং ঢাকার বাইরে তিনজন নতুন রোগী ভর্তি হয়েছেন। 

এছাড়া এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গুতে মারা গেছেন ১০৪ জন। চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ১৭২ জন।

বুধবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৭ জন রোগী ভর্তি আছে।

এর মধ্যে ঢাকাতেই আছে ৪৫ জন, আর বাকি ৩২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ২৮ হাজার ৩৯৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৮ হাজার ২১৩ জন।

Link copied!