• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ডিএসসিসির ৯ চালককে সাময়িক বরখাস্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৮:২৪ পিএম
ডিএসসিসির ৯ চালককে সাময়িক বরখাস্ত
ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দক্ষিণ সিটির সচিব দপ্তর সূত্রে জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া ৯ চালকের মধ্যে ৭ জন ময়লাবাহী গাড়ি (ভারী) চালক ছিলেন। বাকি দুজন সংস্থার হালকা গাড়ি চালাতেন। 

এছাড়া সাময়িক বরখাস্ত হওয়া ময়লাবাহী গাড়িচালকেরা হলেন- কাউছার আলী, বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আবদুল্লাহ, জামাল উদ্দিন-২, কবির হোসেন-২ ও রবিউল আলম। আর হালকা গাড়িচালকেরা হলেন আজিম উদ্দিন ও নূর জালাল শিকদার।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা বলেন, “সিটি করপোরেশন থেকে নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগত লোকদের দিয়ে চালানোর অভিযোগে ৯ জন চালককে সাময়িক বরখাস্ত করা হয়।”

এর আগে গত ২৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ডিএসসিসির গাড়ির ধাক্কায় নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যু হয়। ছাত্র নাঈম হাসানের মৃত্যুর পর সংস্থার পরিবহন বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সোচ্চার হন। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও সংস্থার পরিবহন পুলের (পরিবহন বিভাগ) অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র উঠে আসে।

এরপরই মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে নিজেরা গাড়ি না চালিয়ে অন্যদের দিয়ে গাড়ি চালানো ব্যক্তিদের শনাক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Link copied!