• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ডিএসইতে বেড়েছে লেনদেন, কমেছে সূচক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৫:১৩ পিএম
ডিএসইতে বেড়েছে লেনদেন, কমেছে সূচক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কিছুটা কমলেও সূচকের উত্থানে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ নভেম্বর) লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে পুঁজিবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

এছাড়া রোববার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৬.১৪ পয়েন্ট কমে ৭ হাজার ৮৫.৬৭ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। 

ডিএসই-৩০ সূচক ১১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৮৩.৮৪ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৫.২৭ পয়েন্টে। 

অন্যদিকে রোববার ডিএসইতে ৩৫৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত আছে ১৫টির। দিন শেষে ডিএসইতে এদিন ১ হাজার ৭৮০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩১৯ কোটি টাকা বেশি।

Link copied!