• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ডাকাতির গরু দিয়ে মরণের ডেইরি ফার্ম


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৯:৫০ এএম
ডাকাতির গরু দিয়ে মরণের ডেইরি ফার্ম

ভাড়া সেটেই ছিল ডাকাতদের ডেইরি ফার্ম। রাতে আঁধারে ডাকাতির গরু নিয়ে খামারে লালন পালন ও বেচা-বিক্রি করতেন ডাকাতরা। লোকচক্ষুর আড়ালে রাতারাতিই বনে গিয়েছিলেন ডেইরি ফার্মের মালিক মরণ দাস ওরফে সুমন ওরফে তাপস।

বুধবার (২ মার্চ) সন্ধ্যায় সংবাদ প্রকাশের প্রতিবেদকের সাথে আলাপকালে সেটের মালিক জসিম উদ্দিন এ সব তথ্য জানান।

এ সময় জসিম উদ্দিন আরও জানান, ২০২১ সালে অক্টোবর মাসে এক পরিচিত লোকের মাধ্যমে একটি সেট ভাড়া নেন টাঙ্গাইলের সুমন নামে এক ব্যক্তি। পরে সেখানে তিনি ডেইরি ফার্ম গড়ে তোলেন। ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে মাসিক ২০ হাজার টাকায় সেট ভাড়া নেন ডাকাত সুমন। এরপর থেকেই চলে আসছিলেন তার ডাকাতির গরু দিয়ে ফার্মের কার্যক্রম। ২০২২ সালের জানুয়ারি মাসে আরও একটি সেট নেন সুমন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সাভারের আশুলিয়ার জিরানী এলাকা থেকে ডাকাত দলের মূল হোতা মরণ দাস ওরফে সুমন ওরফে তাপসকে আটক করে পুলিশ। তারপর ওই ডাকাতের তথ্যের ভিত্তিতে আশুলিয়ার দক্ষিণ নাল্লাপোল্লা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের সাদিয়া ডেইরি ফার্মে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের সন্দেহ হলে ডাকাতি মামলার বাদীকে ডেকে ১১ গরু শনাক্ত ও উদ্ধার করা হয়। সেই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও ছয় ব্যক্তিকে আটক করে পুলিশ।
 

Link copied!