• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ট্রেনের বগি জোড়া দিতে গিয়ে কাটা পড়ে পয়েন্টম্যানের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ১২:৫৯ পিএম
ট্রেনের বগি জোড়া দিতে গিয়ে কাটা পড়ে পয়েন্টম্যানের মৃত্যু

কমলাপুরে ট্রেনের বগি জোড়া দিতে গিয়ে কাটা পড়ে আলাল উদ্দিন (৪৬) নামে এক পয়েন্টম্যানের মৃত্যু হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলাল উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ গণমাধ্যমকে জানান, বগি সংযুক্ত করতে গিয়ে আলাল উদ্দিন দুই বগির মাঝে পড়ে কাটা পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ডাক্তার জানায় তিনি মারা গেছেন। 

রেলওয়ের কর্মচারী আমিনুল ইসলাম জানান, রেলের বগি সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রেনে আলালের একটি পা কাটা পড়ে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। 

Link copied!