• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনের ধাক্কায় আনসার সদস্য নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৩:১৪ পিএম
ট্রেনের ধাক্কায় আনসার সদস্য নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মো. আব্দুল হাকিম (৪৮)। তিনি আনসার বাহিনীতে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। 

পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দুপুর পৌনে ১২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মুসলিম উদ্দিন বলেন, “সকালে নাখালপাড়া রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল হাকিম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুসলিম উদ্দিন আরও বলেন, “তিনি সংসদ ভবনে ডিউটি করতেন। পাশাপাশি তিনি সংসদ ভবনে থাকতেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানার সুহিল এলাকায়। তার বাবার নাম মৃত হাসান আলী মৃধা।”

এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, “ট্রেনের ধাক্কায় আনসারের এক নায়েক নিহত হয়েছেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”

Link copied!