• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

টিকা পেতে এসএমএস লাগবে না প্রসূতিদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৪:২৮ পিএম
টিকা পেতে এসএমএস লাগবে না প্রসূতিদের

মহামারি করোনাভাইরাসের টিকা নিতে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে না।

নিবন্ধনের পর যেকোনো সময়ই টিকা কেন্দ্রে গিয়ে তারা টিকা নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনলাইনে অনুষ্ঠিত হয়। এই বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক এসব তথ্য জানান। 

শামসুল হক বলেন, ‘‘গর্ভবতী ও দুগ্ধদানকারীদের টিকা গ্রহণের ক্ষেত্রে আগের নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। গর্ভবতীদের টিকার জন্য নিবন্ধন করতে হবে। মুঠোফোনে এসএমএস না পেলেও যে কেন্দ্রে নিবন্ধন করেছেন, সেখানে গেলেই তারা টিকা পাবেন। তবে চিকিৎসকের পরামর্শপত্র সঙ্গে রাখতে হবে। ’’

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!