‘টিকাকেন্দ্র করোনা বিস্তারের কেন্দ্র’


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৮:০৩ পিএম
‘টিকাকেন্দ্র করোনা বিস্তারের কেন্দ্র’

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, “মানুষের খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন দিয়ে সরকার ব্যর্থ হয়েছে। বেঁচে না থাকতে পারলে উন্নয়ন ও রাজনীতির কোনো অর্থ নেই।”

বুধবার (১৮ আগস্ট) দুপুরে রংপুরের পল্লী নিবাসে প্রয়াত জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের করব জিয়ারত শেষে জিএম কাদের এসব কথা বলেন।

টিকা প্রদানের অব্যবস্থাপনা তুলে ধরে জিএম কাদের বলেন, “করোনার সংক্রমণ রোধে সরকার গণটিকা কার্যক্রম চালু করলেও সেখানে করোনা বিস্তারের সুযোগ তৈরি করা হয়েছে। যা সাধারণ মানুষকে মৃত্যু ঝুঁকিতে ঠেলে দিচ্ছে।”

বিশ্বের বেশিরভাগ দেশে শতকরা ৭০ থেকে ৮০ ভাগ মানুষ টিকার আওতায় আসলেও বাংলাদেশে সেটি মাত্র দুই থেকে তিন শতাংশ বলে তিনি মনে করেন।

দেশের সকল মানুষের টিকা নিশ্চিতে জিএম কাদের সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাপার সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এইচএম ইয়াছির প্রমুখ।

Link copied!