শ্বশুরবাড়ির আত্মীয়দের কাছ থেকে উপহার পাওয়া টাই যে বিড়ম্বনার কারণ হবে, সেটা কে ভেবেছিল! উপহার পাওয়া টাইয়ের জন্য শেষ পর্যন্ত থানায় যেতে হল মো. সালেহ আহমেদকে। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। সালেহ আহমেদ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক।
ঘটনাটি মঙ্গলবার বিকেলের (৭ ডিসেম্বর)। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশে যোগ দেন সালেহ আহমেদ। সমাবেশে শ্বশুর পক্ষের দেওয়া টাই পরে আসেন তিনি। আর সখের এই টাই-ই বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়।
দুপুর দুইটার দিকে সমাবেশ শুরুর কিছুক্ষণ সালেহ আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন ডিএমপির রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. বায়েজীদুর রহমান। সালেহ আহমেদ এই টাই কোথায় পেয়েছেন—জানতে চায় পুলিশ। সালেহ আহমেদ জানান, টাইটি লন্ডনে বসবাসকারী এক আত্মীয় তাঁকে উপহার দিয়েছেন।
পুলিশ ওই কর্মকর্তা জানান, এ ধরনের টাই পুলিশ কর্মকর্তারা তাদের ঘরোয়া অনুষ্ঠানে ব্যবহার করেন। এক পর্যায়ে সালেহ আহমেদকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ কর্মকর্তারা কী রঙের টাই পরেন, তা জানা ছিল না এবং একই রকম টাই আর কখনো পরবেন না বলে লিখিত দেওয়ার পর যোগাযোগের ঠিকানা রেখে সালেহ আহমেদকে ছেড়ে দেয় পুলিশ।
এমন ঘটনায় বিব্রত সালেহ আহমেদ জানান, শ্বশুরবাড়ির আত্মীয় থেকে টাইটি উপহার পেয়েছেন তিনি। তার জানা ছিল না এ ধরনের টাই পুলিশ ব্যবহার করে।
পুলিশ কর্মকর্তা মো. বায়েজীদুর রহমান গণমাধ্যমকে জানান, সালেহ আহমেদকে থানায় এনে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে জানানো হয়েছে, এটা পুলিশ কর্মকর্তাদের সার্ভিস টাই, এটা তার পরার কথা নয়