• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

জয়শঙ্করের সঙ্গে মোমেনের বৈঠক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৪:২৪ পিএম
জয়শঙ্করের সঙ্গে মোমেনের বৈঠক
ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্যারিসে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) প্যারিসে এই বৈঠকে অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বছরের প্রথমার্ধে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দেওয়ার জন্য ড. মোমেনকে আমন্ত্রণ জানান।

দুই মন্ত্রী জেসিসি বৈঠকের আগে সংশ্লিষ্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এছাড়া বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধানের গুরুত্বারোপ করেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তার সরকারের নীতিগত অবস্থানকে পুনরায় নিশ্চিত করেন। দুই মন্ত্রী কুশিয়ারা নদী ঘিরে চলমান আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। ড. মোমেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে ভারতকে রোহিঙ্গা সঙ্কটের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান।

প্যারিসে ২২ ফেব্রুয়ারি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন ড. মোমেন। ইউরোপীয় কাউন্সিল এ বৈঠকের আয়োজন করেছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ছাড়াও ইন্দো-প্যাসিফিকের ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Link copied!