• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

‘জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা নন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩, ২০২২, ০৬:৪৮ পিএম
‘জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা নন’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। তিনি বলেছেন, “পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যেসব কার্যকলাপ চালিয়েছেন তাতে পরিষ্কার যে তিনি  আইএসআইয়ের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।”

শুক্রবার (৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন-কর্মসূচির কথা উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, “বিএনপির নেতা-কর্মীরা যে স্বাভাবিক কর্মসূচি চালানোর চেষ্টা করে এটা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রবেশের একটা মহড়া। আজ তারা স্লোগান দিচ্ছে ‘৭৫ এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’। তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তারা ক্রমান্বয়ে সন্ত্রাসের দিকে যাবে সেই পুরানো কায়দায়। তার একটা মহড়া এখন দিচ্ছে।”

আইএসআইয়ের প্রেসক্রিপশনে বিএনপির জন্ম উল্লেখ করে তিনি বলেন, “সেনা ছাউনিতে যে দলের জন্ম সেই দলটি কোনো অবস্থায় গণতন্ত্র বিশ্বাস করতে পারে না, গণতন্ত্রের পক্ষে থাকতে পারে না। এই দলটি কোনো দিনই গণতন্ত্রকে বিশ্বাস করতে পারে না।”

Link copied!