• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জিকে শামীমের মায়ের আগাম জামিন আবেদন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৬:০৩ পিএম
জিকে শামীমের মায়ের আগাম জামিন আবেদন
ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদনে করেছেন ঠিকাদার জিকে শামীমের মা আয়েশা আকতার। আগামী সপ্তাহে তার আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। 

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (২২ নভেম্বর) এ আদেশ দেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, “তার মায়ের জামিনের আবেদনটি আজকে কার্যতালিকায় ছিল। জামিন আবেদনের পক্ষে অসুস্থতার যুক্তিতে এক সপ্তাহের সময় চাওয়া হয়। এরপর আদালত নট দিস উইক (এ সপ্তাহে নয়) আদেশ দেন।”  

মামলার এজাহার মতে, আসামি এস এম গোলাম কিবরিয়া শামীম ও তার মা আয়েশা আকতার পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে অবৈধ উপায়ে নিজেদের নামে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকা ভোগ দখলে রাখেন। পরে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন গত ২১ অক্টোবর তাদের দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় জিকে শামীমের মা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানালেন।

Link copied!