• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু-জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করবে জার্মান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৭:৪৬ পিএম
জলবায়ু-জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করবে জার্মান

জলবায়ু ও জ্বালানি খাতে জার্মান সরকার বাংলাদেশকে সব ধরণের সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার।

রোববার (১৭ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার এ কথা জানান।

আচিম ট্রোস্টার বলেন, "জলবায়ু ও জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় জার্মানি। এই বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে জার্মান সরকার প্রস্তুত।"

বাংলাদেশের সঙ্গে জার্মানির দ্বিপাক্ষিক সুসম্পর্কের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার। তিনি বলেন, "দুই দেশ চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর অতিক্রম করছে। বাংলাদেশের অগ্রযাত্রায় আমি অভিভূত।"

করোনা পরিস্থিতিতে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ ও তার সফলতার প্রশংসা করেন জার্মান রাষ্ট্রদূত।

জার্মান রাষ্ট্রদূত বলেন, "কোভিড-১৯ পরিস্থিতি বাংলাদেশ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। পৃথিবীর অন্য দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু হার অনেক কম।"

এ সময় করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এছাড়াও বাংলাদেশে নিযুক্ত নেপালের বিদায়ী রাষ্ট্রদূত বংশীধর মিশ্রনের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সংকটে নেপালকে বাংলাদেশ থেকে চিকিৎসা সামগ্রীসহ বিভিন্ন সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নেপালের রাষ্ট্রদূত।

Link copied!