• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘জনগণের করের টাকায় আমাদের বেতন হয়’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৮, ২০২২, ০৭:৫৮ পিএম
‘জনগণের করের টাকায় আমাদের বেতন হয়’

জনগণের করের টাকায় আমাদের বেতন হয় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।  তিনি বলেছেন, “আমি শপথ নেয়ার পর বিভিন্ন সমিতির আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। তাদের ৯টা বাজার ৫ মিনিট আগে অফিসে আসতে বলেছি। আমাদের একটি পাবলিক সময় রয়েছে। এই সময়কে ব্যবহার করতে হবে। ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না।”

রোববার (৮ মে) দুপুরে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

মানুষ বিপদে পড়ে আদালতে আসেন জানিয়ে প্রধান বিচারপতি বলেন, “একটি কেস যদি ২০ থেকে ৩০ বছর ধরে চলে, তাহলে মানুষের কেন আস্থা থাকবে। মানুষের আত্মবিশ্বাস থাকবে না। আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম মোস্তফা। আরও বক্তব্য দেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমীন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রমুখ।

Link copied!