রাজধানীর ফুলবাড়ীয়ার জাকের সুপার মার্কেটের ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলার প্রধান আসামি ফিরোজসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর গুলিস্তান, নরসিংদী ও গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, “রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”