বারবিকিউ পার্টির নামে বাসায় ডেকে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কুমার অনিমেষ ভট্টাচার্য ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রভাষক। এ ঘটনায় জড়িত অভিযোগে নাহিদুল হক (২৫) নামে এক শিক্ষার্থীকে খুঁজছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ভুক্তভোগী ছাত্রী মামলা করেছেন। তার মামলার পরিপ্রেক্ষিতে শিক্ষক অনিমেষকে বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা-১৩ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, “ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী গত ৬ জুলাই রাতে নাহিদুল তাকে বারবিকিউ পার্টির আমন্ত্রণ জানান। পার্টিতে তার কয়েকজন সহপাঠী ও শিক্ষক অনিমেষ আছেন বলেও জানানো হয়। তবে রাতে তার পক্ষে যাওয়া সম্ভব হবে না বলে জানান ওই ছাত্রী। এরপরও নাহিদ বারবার অনুরোধ করায় তিনি যেতে রাজি হন। পরে তিনি তার ছোট দুই ভাইকে নিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ঘটনাস্থলে যান। সেখানে তিনি দুই ভাইকে বাসার নিচে রেখে যান। তখন তাদের বলেন ‘স্যারের সঙ্গে দেখা করেই চলে আসব`’। তবে বাসায় ঢোকার পরপরই অনিমেষ দরজা বন্ধ করে দেন এবং তার শ্লীলতাহানি করেন। পরে ভুক্তভোগী সেখান থেকে পালিয়ে গেলে অভিযুক্ত শিক্ষক ও নাহিদ তাকে ফোন করে এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেন। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী তার শিক্ষক ও সহপাঠীর নামে পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর শিক্ষককে গ্রেপ্তার করা হয়।”
এ ঘটনায় করা মামলায় ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করেন, সেখানে কোনো পার্টি হচ্ছিল না। আরও যাদের থাকার কথা বলা হয়েছিল তারা কেউ ছিল না।
পুলিশ জানায়, অনিমেষ বিবাহিত হলেও ওই ফ্ল্যাটে একা থাকতেন। শুক্রবার (৮ জুন) তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।