• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

চালকদের প্রশিক্ষণের আহ্বান ডিএনসিসি মেয়রের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৬:৪০ পিএম
চালকদের প্রশিক্ষণের আহ্বান ডিএনসিসি মেয়রের

বাস চালকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর রামপুরায় বাস চাপায় নিহত স্কুল শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএনসিসি মেয়র।

মো. আতিকুল ইসলাম বলেন, ‍“আমি সবাইকে বলবো, বাসের মালিক থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত আপনার নিজেদের সুরক্ষার কথা চিন্তা করবেন। আপনারা যখন সড়কে বাস চালাবেন, নিজেরা নিজেদের পরীক্ষা করে নিবেন। আপনাদের নিজেদের যেমন সুরক্ষা দরকার, তেমনি সড়কে চলাচলকারীদেরও সুরক্ষা দরকার।”

এ সময় তিনি বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আপনাদের চালকদের প্রশিক্ষণ দিন। আমরাও সিটি করপোরেশন থেকে আমাদের চালকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করছি। সবাই যদি প্রশিক্ষণ দেয়, তাহলে অবশ্যই আমরা ঢাকার সড়ককে নিরাপদ করতে পারবো।”

ডিএনসিসি মেয়র আরো বলেন, “গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া করে দেওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত।”

আগামী ২৬ ডিসেম্বর থেকে ঘাটারচর-সাইবোর্ড রুটে পরীক্ষামূলকভাবে এক কোম্পানির অধীনে বাস চলাচল করবে বলেও জানান ডিএনসিসি মেয়র।

এর আগে বাস চাপায় নিহত স্কুল শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে চায়ের দোকান ও মুদি দোকানের ট্রেড লাইসেন্স তুলে দেন ঢাকা উত্তরের নগরপিতা। পাশাপাশি সেই চায়ের দোকান ও মুদি দোকান সুন্দরভাবে সাজিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া নিহত মাইনুদ্দিনের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন এবং তার মাইনুদ্দিনের বড় ভাই মো. মনির হোসেনকেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাড়ি চালক হিসেবে নিয়োগের প্রতিশ্রুতি দেন ডিএনসিসি মেয়র।

Link copied!