• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চার হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০২:৫২ পিএম
চার হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আলী ও মো. মনিরুল হাসান। শুক্রবার (১১ মার্চ) রাতে শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোডের কমলাপুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

এ বিষয়ে গোয়েন্দা রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল বলেন, “ইয়াবা বিক্রির জন্য শাহজাহানপুরের আউটার সার্কুলার রোডের কমলাপুর বটতলা রেলওয়ে মেইন সার্টিংয়ের সামনে কয়েকজন অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ আলী ও মনিরুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

তাদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের গোয়েন্দা এই কর্মকর্তা।

Link copied!