• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চাকরির প্রলোভন দেখিয়ে ৫ কোটি টাকা হাতিয়ে নেন কামাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৮:০০ পিএম
চাকরির প্রলোভন দেখিয়ে ৫ কোটি টাকা হাতিয়ে নেন কামাল

অস্ট্রেলিয়া ও কানাডায় চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মির্জা মুকুল ওরফে প্রকাশ কামাল (৪৫) নামের ওই প্রতারক গত দুই-আড়াই বছর ধরে এভাবে ২৫০-৩০০ মানুষের প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে সিআইডির সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন।

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ভাটারার একটি বাসায় অভিযান চালিয়ে মির্জা মুকুলকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের একটি টিম। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ২৬টি পাসপোর্ট, তিনটি অটো সিল, ৩৫টি বাংলাদেশ মেরিন একাডেমি ট্রেনিং পাস কার্ড, সাতটি বাংলাদেশ মেরিন একাডেমি ট্রেনিং এর ভুয়া যোগদান পত্রের কপি, ২৫টি বাংলাদেশ সরকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর লেখা ও ছবি সম্বলিত পাসপোর্ট এর আবেদন ফরম, ১৫টি বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের বিভিন্ন স্থির চিত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল।

অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন জানান, মির্জা মুকুল নয় বছর ওমানে একটি পোর্টে লেবার হিসেবে কাজ করেছে। আড়াই বছর আগে ওমান থেকে দেশে ফিরে আসে। এরপর শুরু করে বিদেশ চাকরি দেওয়ার লোভ দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়া। 

মির্জ মুকুলের প্রতারণার বিষয়ে মো. ইমাম হোসেন জানান, মুকুল বিভিন্ন কৌশলে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে যুক্ত হতেন। অস্ট্রেলিয়ায় খ্রিষ্টানদের ব্যাপক চাহিদার কথা বলে ভুক্তভোগীদের প্রলোভন দেখাতেন। তাদের কাছে মুকুল কখন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, কখনো ল্যান্ড ম্যজিস্ট্রেট, কখনো অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিতেন। পাশাপাশি তাদের মেরিন একাডেমিতে ট্রনিং করিয়ে অস্ট্রেলিয়া ও কানাডায় পাঠানোর প্রলোভন দেখাতেন।

এভাবে মুকুল গত দুই-আড়াই বছরে ২৫০-৩০০ মানুষের প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন।

মুকুলের বিরুদ্ধে ভাটারা থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি।

Link copied!