• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

চকবাজারের পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২, ০২:৫৮ পিএম
চকবাজারের পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৫ আগস্ট) বেলা ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্ণেল জিল্লুর রহমান।

জিল্লুর রহমান বলেন, “আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সেখানে আরও দুটি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

ফায়ার সার্ভিস ছাড়াও র‌্যাব, পুলিশ, আনসার ও ভলান্টিয়াররা আগুন নিয়ন্ত্রণে অংশ নেন বলেও জানান জিল্লুর রহমান।

এর আগে, দুপুর ১২টা ৯ মিনিটে ওই কারখানায় আগুন লাগে।

আরও পড়ুন… চকবাজারে পলিথিন কারখানায় আগুন

স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাগ থানার কামালবাগ এলাকার ৩ নম্বর দেবিদ্বার ঘাটসংলগ্ন ওই কারখানায় আগুন লাগে। এরপর আগুন পাশের একটি হোটেলও ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর পরই কারখানার ভেতর ও আশপাশের লোকজন দ্রুত সরে যায়।

Link copied!