• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোলাম রাব্বানী গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১২, ২০২২, ০৪:৪১ পিএম
গোলাম রাব্বানী গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছেন

বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়েছেন দেশের প্রবীণ আইনজীবী সাবেক বিচারপতি গোলাম রাব্বানী (৮৫)। রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন সাবেক এই বিচারপতি।

রোববার (১২ জুন) বাবার সুস্থতা চেয়ে আত্মীয়-স্বজন ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন গোলাম রাব্বানীর বড় ছেলে ব্যারিস্টার জিয়াউল হাসান।

দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত গোলাম রাব্বানী। ১৯৯২ সাল থেকে তিনি বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০১২ সালে তিনি বিচারপতি থেকে অবসরে যান। এ ছাড়াও আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন তিনি। আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই আছে। 

Link copied!