• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৮:১২ পিএম
গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগ বাড়ইখালী এলাকায় বিজয় দিবসের দিন লাভলী আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী কামাল হোসেন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের বড় বোন লিপি আক্তার বলেন, “আমার বোন আর তার স্বামীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। দুপুর একটার দিকে তার স্বামী আমাদের জানান, লাভলী নাকি গলায় ফাঁস দিয়েছে। খবর পেয়ে আমরা বাসায় গিয়ে ঘর থেকে লাভলীকে ঝুলন্ত অবস্থায় দেখি। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনার পর থেকে তার স্বামী কামাল পলাতক রয়েছেন বলে জানান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানাকে জানানো হয়েছে।”

Link copied!