গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের পাশ থেকে বাকপ্রতিবন্ধী এক অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।
ওই নারীর বয়স আনুমানিক ৫৬ বছর বলে জানায় পুলিশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পল্টন থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, আমরা খবর পেয়ে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের পাশ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ সময় নিহতের পরনে ছিল সাদা রঙের টি-শার্ট ও একটি ট্রাউজার।
তিনি আরও জানান, আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারি, তিনি ভবঘুরে ও বাকপ্রতিবন্ধী ছিলেন। ওই এলাকাতে বেশ কিছুদিন ধরে থাকতেন। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।