• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

গুলিস্তানে বাসচাপায় নিহত ২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ১০:১৫ এএম
গুলিস্তানে বাসচাপায় নিহত ২
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুইজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

ট্রাফিক পুলিশের দাবি, নিহত দুজনেই পথচারী। তবে প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এছাড়া প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, “দ্রুতগামী বাসটি পথচারীদের দেখেও গতি কমায়নি, চাপা দেয়। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত ও দুজন আহত হন।”

ট্রাফিক মতিঝিল বিভাগের মতিঝিল এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, ‍“সকাল সাড়ে নয়টার দিকে গুলিস্তান ফ্লাইওভারের আগে টোল প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।”

এ ঘটনায় মেঘলা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়েগে গেছে বলে জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!