• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গুরুতর অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৩:০২ পিএম
গুরুতর অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ

গুরুতর অসুস্থ সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

সাহাবুদ্দীন আহমদের অবস্থা সংকটাপন্ন, তিনি এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সাবেক রাষ্ট্রপতির পারিবারিক সূত্রে জানা যায়, সাহাবুদ্দীন আহমদকে সপ্তাহখানেক আগে সিএমএইচে ভর্তি করা হয়। ৯২ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন।

১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন সাহাবুদ্দীন আহমদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে রাষ্ট্রপতি করা হয়।

Link copied!